মিতু আক্তার, স্টাফ রিপোর্টার,মাদারিপুর।

মাদারীপুরের রাজৈরের ঢাকা বরিশাল মহাসড়কের কালিবাড়ি নামক স্থানে কার্ভাট ভ্যানের চাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহত দুই জন রাজৈর উপজেলার আমগ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি সামনে এলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি কার্ভাট ভ্যানের চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন ( ৩৪) মারা যায় গুরুতর আহত ভ্যান চালক বিপ্লব সরকার (৩৪) কে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। নিহত দুইজনে বাড়ি আমগ্রাম দক্ষিণ পাড়ায়। পলাশ একই এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও বিপ্লব
বিকাশ সরকারের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: মামুন আল রশিদ জানান, ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর কালিবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে, ঘাতক কার্ভাট ভ্যানটিকে আটক করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.