
বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার:
বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজৈর থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও সড়ক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজৈরে মহান বিজয় দিবস আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে পালিত হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.