দেশবাংলা ডেস্ক :
মাদারীপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে।এঘটনায়
আহত হয়েছে আরও দুই যাত্রী।নিহত যাত্রীর নাম মাহফুজ রহমান শিষ (১৫)।শনিবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক তেলের পাম্পের সামনে সড়কে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় সার্বিক পাম্পের সামনে একটি অটোরিকশায় চড়ে মা ও খালাকে নিয়ে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ রহমান শিষ।এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে সম্মুখ সংঘর্ষ হয় অটোরিকশার।এতে ঘটনাস্থলেই মা-রা যায় মাহফুজ।আহত হন তার মা ও খালা।
পরে স্হানীয় লোকজনের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.