
নেত্রকোনার মোহনগন্জে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার ( ওসি) কার্যালয়ে মোহনগন্জ প্রেসক্লাবের সাংবাদিকগনের সঙ্গে এক মত বিনিময় সভা অনুস্টিত হয়েছে।
এতে উপস্হিত ছিলেন মোহনগন্জ থানার নবাগত ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন, প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মানিক তালুকদার, যুগ্ম সম্পাদক সাইফুল আরিফ জুয়েল,মেহেদী হাসান দোলন, মোঃ মিজানুর রহমান নন্দন, রফিকুল ইসলাম রকিব, আঃ রব খান ঠাকুর, সমন মামুদ শেখ, শ্যামল চৌঃ, আরিফুল ইসলাম, আজহারুল ইসলাম, ইন্দ্রজিত সরকার, রফিকুল ইসলাম, বিপ্লব কুমার রায়,হাবিবুর রহমান হানিফ প্রমুখ সাংবাদিকবৃন্দ।
এ মত বিনিময় সভায় মোহনগন্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করার উপর আলোচনা করা হয়। এছাড়া নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানযট, অসামাজিক কাজ, ইভটিজিং ও চুরি ছিনতাইসহ সকল অপরাধ নির্মূল করার বিষয়ে আলোচনা করা হয় এবং পরস্পরের সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.