আহমদ বিলাল খান
রাঙামাটির মানুষের শান্তি, সম্প্রীতি ও মানবিক মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজবন বিহারে আয়োজিত পূণ্যানুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জুঁই চাকমা বলেন, রাঙামাটি পাহাড়, হ্রদ আর বৈচিত্র্যের জেলা। এখানে বিভাজনের রাজনীতি নয়—চাই সম্প্রীতি, ন্যায়বিচার ও মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। ধর্মীয় মূল্যবোধ থেকেই মানবিক রাজনীতির শক্তি জন্ম নেয়।
তিনি আরও বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য হওয়া উচিত। আমি বিশ্বাস করি—শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে আগে মানুষের মনকে আলোকিত করতে হবে।
২০২৬ সালের ইংরেজি নববর্ষকে সামনে রেখে জেলার সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে জুঁই চাকমা বলেন, এই প্রদীপ প্রজ্বালন শুধু ধর্মীয় আচার নয়, এটি অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতীক। রাঙামাটির প্রতিটি মানুষের জীবনে যেন এই আলোর ছোঁয়া লাগে—এটাই আমার কামনা।
তিনি জানান, নির্বাচনী রাজনীতির বাইরেও তিনি সবসময় পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর অধিকার, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক ন্যায়ের পক্ষে অবস্থান নেবেন।
রাজবন বিহারে অনুষ্ঠিত অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও হাজার প্রদীপ দান পূণ্যানুষ্ঠানে স্থানীয় ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভিক্ষু সংঘ ও ধর্মপ্রাণ মানুষ জুঁই চাকমার শান্তি ও মানবিক সমাজ গঠনের আহ্বানকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.