সোহেল সিকদার (মাদারীপুর)
মাদারীপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আব্দুস সোবাহান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব--ন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিগার সুলতানার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আব্দুস সোবাহান বলেন, “ইসলামি বিধি-বিধান মেনে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং মাদারীপুর-২ আসনের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আল্লাহর আইন অনুযায়ী সমাজ পরিচালনার মাধ্যমে ন্যায়, সমতা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই।” তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক-মুক্ত নিরাপদ এলাকা গঠন এবং নি-র-ক্ষর জনগণকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।”
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা কমিটির সভাপতি হাবিব আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থীর নির্বাচনী অঙ্গীকার ও লক্ষ্যকে সামনে রেখে, মাদারীপুর-২ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মত।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.