আহমদ বিলাল খান
মাদক, সন্ত্রাস ও অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে এসব অন্ধকার পথ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ প্রয়োজন। এমন মন্তব্য করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকাল ৩টায় রাঙামাটি সরকারি কলেজের নিচের মাঠে আয়োজিত ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবীব আজম বলেন, যুবসমাজ সঠিক পথে না থাকলে সমাজ ঝুঁকির মুখে পড়ে। মাদক ও অপরাধ একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই তরুণদের ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ জীবনের দিকে ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে নিয়মিত এমন উদ্যোগ প্রয়োজন, যাতে তারা বিপথগামী হওয়া থেকে রক্ষা পায় এবং সমাজের সম্পদে পরিণত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহসভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।
অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, আয়োজনে ২২টি দল অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহ।
টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল আয়োজক কমিটি।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.