মেহেদী হাসান সোহেল, স্টাফ রিপোর্টার।
মাদারীপুরে মোটরসাইকেল কেনাবেচার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো। রাজৈর উপজেলার ইশিবপুরে অবস্থিত কুঞ্জলতা ফুড পার্কে প্রতি শনিবার সকাল ৯টা থেকে নিয়মিতভাবে বসছে মোটরসাইকেল এক্সচেঞ্জ হাট, যা শুধু বিক্রি নয়, এক্সচেঞ্জ এবং ভাড়ার সুবিধাও দিচ্ছে।
এই হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—যদি কোনো বিক্রেতার মোটরসাইকেল বিক্রি না হয়, কর্তৃপক্ষ নিজ উদ্যোগে দাম নির্ধারণ করে সঙ্গে সঙ্গে টাকা দেবে। পরে মালিক চাইলে সেই টাকা ফেরত দিয়ে আবার নিজের বাইক ফেরত নিতে পারবেন।
ফলে বিক্রেতা হতাশ হওয়ার সুযোগ নেই এবং বাজারের স্বচ্ছতা নিশ্চিত হয়।
নিরাপত্তা ও নিয়ম-কানুন মেনে এই হাট পরিচালিত হচ্ছে।
চোরাই মোটরসাইকেলের কোনো সুযোগ নেই
ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক
লেনদেনের ফি নির্ধারণ করা হয়েছে পরিষ্কারভাবে—
এক লাখ টাকার বেশি দামের মোটরসাইকেল বিক্রি হলে ফি ১,০০০ টাকা
এক লাখ টাকার নিচে বিক্রি হলে ফি ৫০০ টাকা।
প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। যারা দেশে স্বল্প সময়ের জন্য আসেন, তারা চাইলে ৩–৪ মাসের জন্য মোটরসাইকেল ভাড়াও নিতে পারবেন, ফলে নতুন করে বাইক কিনতে হবে না।
স্থানীয়রা জানিয়েছেন, এই হাট চোরাই বাইকের বাজার বন্ধ করবে এবং সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি করবে। সকাল থেকেই ক্রেতা-বিক্রেতা একত্রিত হয়ে বাইক দেখেন, আলোচনা করেন এবং লেনদেন করেন। অনেকের মতে, এটা শুধু বাইক হাট নয়, বরং নিরাপদ ও নিয়ন্ত্রিত সামাজিক প্ল্যাটফর্ম।
আয়োজকরা জানিয়েছেন, এই হাটে নিয়ম মেনে কাজ করলে বাজারে স্বচ্ছতা, বিক্রেতার নিরাপত্তা এবং ক্রেতার ভরসা—সবই একসঙ্গে নিশ্চিত হবে।
স্থান: কুঞ্জলতা ফুড পার্ক, ইশিবপুর, রাজৈর, মাদারীপুর
সময়: প্রতি শনিবার সকাল ৯টা থেকে
যোগাযোগ: ০১৮৭৮-৫৫৩৩৩৩
এক জায়গায় বিক্রি, এক জায়গায় ভাড়া—শনিবার মানেই কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল হাট!
আসুন, দেখুন, অংশ নিন এবং নিজের বাইক নিরাপদে বিক্রি বা ভাড়া করুন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.