মোঃ মিজানুর রহমান(নন্দন) মোহনগঞ্জ প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগন্জে ৫ জানুয়ারী ২০২৬ সোমবার পুলিশের বিশেষ অভিযানে নানা অপরাধে সাত জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ কর্তৃক এ বিশেষ অভিযানে পৌর এলাকার উত্তর দৌলতপুর থেকে দুলাল মিয়া(২৫)কে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে মদ উদ্দার করা হয়।
চুরি মামলায় গ্রেফতার করা হয় আলোকদিয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে সোহেল মিয়া(২৮)কে ও আলোকদিয়া ধনপুর গ্রামের রোকন মিয়ার ছেলে রাকিব মিয়া (২১)কে।
একই অভিযানে স্টেশন রোড়ের শাপলা গেস্ট হাউজের সামন থেকে গাঁজাসহ সোলাইমান (২৫) কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে গ্রেফতার করা হয় প্রতাপ সরকার ও ছানা সরকার। তাদের উভয়ের বাড়ী কুলপুতাক গ্রামে। পাশাপাশি পুলিশ আইনে গ্রেফতার করা হয় আমিনুল ইসলাম(২৪)কে।
মোহনগন্জ থানার ওসি জানান সকল আসামী কে আজ মঙ্গলবার বিধি মোতাবেক নেত্রকোনা কোর্টে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.