ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় বেশি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলনের । তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা।
বার্ষিক আয়ে কলিমউদ্দিন মিলন এগিয়ে এগিয়ে থাকলেও নগদ টাকা বেশি আছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষা মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
তাঁর কাছে নগদ ৬০ লাখ টাকা আছে।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রত্যেক প্রার্থী আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন। প্রার্থীদের এই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁদের মধ্যে
পেশা হিসেবে ‘ব্যবসার' কথা উল্লেখ করেছেন কলিমউদ্দিন আহমদ মিলন। জামায়াতে প্রার্থী আব্দুস সালাম মাদানী পেশাগত অবসরপ্রাপ্ত। ব্যবসা ও রয়েছে তার।
কলিম উদ্দিন আহমদ মিলনের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়ছে ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে বছরে আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা। কৃষিকাজ থেকে আয় ৫০ হাজার ও ব্যবসা থেকে ৫ লাখ ১৫ হাজার টাকা।
তার কাছে নগদ অর্থ ৩১লাখ ৯৪ হাজার ৫৪৬ টাকা থাকলেও ব্যাংককে নেই কোনো টাকা।
পরিবহন আছে ৯ লাখ ২০ হাজার টাকার।
১ লাখ ৫০ হাজার টাকা দামের একটি ১ টি পিস্তল। ২৫ লাখ টাকা মূল্যের একটি বাড়ি ও ৪ একর অকৃষি জমি এবং ১ লাখ টাকার স্বর্নালংকার রয়েছে বলে দেখানো হয়েছে হলফনামায়|
অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম আল সালাম মাদানী'র
আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়ছে ১ কোটি ১৮ লাখ ১৮ হাজার ১৫৪ টাকা। বছরে আয়
৪ লাখ ৯২ হাজার ১৪৯ টাকা।
বাড়ি,অ্যাপার্টমেন্ট,অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া -১ লাখ ৮০ হাজার টাকা। ব্যবসা থেকে -২ লাখ ৬০ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ -৬০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ- ১৭ লাখ ৫৭ হাজার ৬৪ টাকা।
পরিবহন ১১ লাখ ১০ হাজার টাকা।
স্বর্নালংকার ৫ লাখ ২৫ হাজার টাকা ও
১৭ ডিসিমিল অকৃষি জমি রয়েছে বলে দেখানো হয়েছে হলফ নামায়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.