মোঃ মিজানুর রহমান (নন্দন),
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামে হযরত শাহ মিসকিন (রঃ) এর পাঁচ দিনব্যাপী ৬২তম ওরশ মোবারক উদযাপন শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি, ২০২৬ সোমবার থেকে এই মহামিলন শুরু হয়ে আগামী ৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ওরশের এই বিশেষ সময়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত অতিথিরাও অংশগ্রহণ করছেন। ধর্মপ্রাণরা মিলাদ, জিকির, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মিক সমৃদ্ধি লাভ করছেন।
মাজার কর্তৃপক্ষ সকলকে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন, যাতে সকলেই অংশ নিয়ে এই আধ্যাত্মিক উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।
বিশেষ আকর্ষণ
মোনাজাত ও জিকির: প্রতিদিন সকাল ও সন্ধ্যায়।
মিলাদ ও ধর্মীয় আলোচনা: হযরত শাহ মিসকিন (রঃ) এর জীবনী ও শিক্ষার আলোকে কেন্দ্র করে।
দান-সদকা: স্থানীয় দরিদ্র ও অসহায়দের সহায়তা।
ওরশ মোবারক ধর্মীয় ও সামাজিক মিলনের এক অমূল্য সুযোগ হিসেবে পরিচিত, যা প্রতি বছরের মতো এবারও লাখো ভক্ত ও শুভাকাঙ্খীর উপস্থিতিতে সজীব হয়ে উঠেছে।

সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.