মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে নতুন একটি আউটলেট চালু করেছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে টেকেরহাট শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের শাখা পরিচালক সাজেদুল ইসলাম শাওন বলেন, টেকেরহাট এলাকায় স্বপ্নের এই নতুন আউটলেট চালু হওয়ায় স্থানীয় মানুষ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সহজে, নির্ভরযোগ্যভাবে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য মাসব্যাপী বিশেষ মূল্যছাড় ও নানা আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বেপারী, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি খোন্দকার আবদুল মতিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন মুকুল, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রশান্ত কুন্ডু, দৈনিক জনতার জমিনের শহীদুল আলম টুকু, রাজৈর নিউজের টি এইচ ইমন, দৈনিক চৌকস প্রতিনিধি আলী শেখ, বিপুল দাস, সাংবাদিক টিপু বাঘা ও সাংবাদিক মশিউর এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.