বাতেনুজজামান জুয়েল,
স্টাফ রিপোর্টার
ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার তাঁতিবাড়ি এলাকায় আজ সকাল আনুমানিক ১১টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় সংশ্লিষ্ট যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা যেন নিহতদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও সান্ত্বনা দান করেন—আমিন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.