মিজানুর রহমান নন্দন । মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ১১ কোটি টাকার চাঁদাবাজি ও জলমহাল দখল করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা বিএনপির সভাপতি আঃ রউফ স্বাধীন সহ ৫ নেতার বিরুদ্ধে গত ৭ জানুয়ারি/২৬ দলীয় প্রধান তারেক রহমানের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
খালিয়াজুরি উপজেলার বল্লী গ্রামের মোঃ আক্তারুজ্জামান ও মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে খালিয়াজুরী উপজেলার বিএনপির সভাপতি আঃ রউফ স্বাধীন, সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন ও আলকাছ মিয়া , সভাপতি ২ নং ইউনিয়ন বিএনপি। তারা ৫ জন স্বঘোষিত সুপার ফাইভ বাহিনী।
এ বাহিনীর সদস্যরা তাদের নির্দেশ মোতাবেক চাঁদাবাজি ,টেন্ডারবাজি ও দখলের কাজ করে টাকা উপার্জন করে সুপার ফাইভ বাহিনীকে দেয়।
এছাড়া অভিযোগ করেন, এ সন্ত্রাসী সুপার ফাইভ বাহিনী উপজেলা নির্বাহী অফিস, এসিল্যান্ড অফিস, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস ও থানায় দালালী ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।
৫ আগস্টের পর লেপশিয়া বাজারে ব্যাবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও তারা অত্র উপজেলার ৫ টি জলমহাল দখল করে নিয়ে ১০ কোটি টাকা লুটপাট করে হাতিয়ে নিয়েছে।
তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা কোন কথা বলতে সাহস পায় না।
বিএনপির উপজেলা কমিটিতে আরো লোক থাকলেও তাদের মুল্যা্য়ন করা হয় না।
এছাড়াও সুপার ফাইভ বাহিনী তাদের সদস্য দিয়ে মাসোহারা ও সাপ্তাহিক চাঁদা আদায় করে থাকে বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে স্বানীয় সাবেক সফল স্বরাস্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের নিকট জানিয়ে কোন প্রতিকার না পেয়ে দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন ,আমি শুনেছি। অভিযোগ তদন্ত করে দেখা হোক। আমি দোষী হলে পদত্যাগ করব আর না হলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি জনাব ডাঃ আনোয়ারু হক জানান আমি এ বিষয়টি জানিনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.