আহমদ বিলাল খান :
বর্তমান সমাজে যুবসমাজকে মাদক, নেশা, জুয়া, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো খেলাধুলা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকায় জুনিয়র একাদশ টিমের খেলোয়াড়দের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম আনুষ্ঠানিকভাবে জার্সি উপহার দেয়ার সময় এসব কথা বলেন।
হাবীব আজম বলেন, খেলাধুলা যুবসমাজকে শুধু সুস্থ রাখে না, এটি মনোবল, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ গড়ে তোলে। নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকলে তরুণরা সহজেই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারে।
জুনিয়র একাদশ টিমের খেলোয়াড়রা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাবীব আজম ভাইয়ের এই সহযোগিতা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আজকের জার্সি আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও দৃঢ় করেছে। অনেক সময় প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর অভাবে আমরা পিছিয়ে পড়ি, আজকের সহায়তা আমাদের মনোবল বাড়িয়েছে এবং ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্নকে শক্ত করেছে।
টিমের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সহযোগিতা তরুণদের খেলাধুলায় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার ক্রীড়া পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। যিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংস্থা ও ক্লাবের পাশে থেকে নানা ধরনের সহযোগিতা করে আসছেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.