
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় হাইস্কুল মাঠে, গতকাল ২২/১১/২০২৫ ইং শনিবার জমজমাট আয়োজনের মধ্য দিয়ে, শেষ হলো, শাখারপাড় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ।দারুন প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে
বিজয়ী হয়েছে ভাজন্দী সিকদার ফুটবল একাডেমি।
উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাব কে তারা ০১-০২ বিজয় হারায়। এসময় খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক সহ প্রধান অতিথি জনাব কর্নেল অবঃ সারোয়ার হোসেন মোল্লা, সাবেক সচিব ও রাষ্ট্রদুত। বিশেষ অতিথি: এ্যাড: জামিনুর হোসেন (মিঠু) সভাপতি মাদারীপুর ’ল’ কলেজ, বিশেষ অতিথি: জনাব মোশারফ হোসেন মোল্লা, চেয়ারম্যান ইশিবপুর ইউনিয়ন পরিষদ।
আরো উপস্থিত ছিলেন, টিটন মোল্লা, সেলিম মোল্লা, নাঈম ইছারুল মোল্লা, তুহিন মোল্লা, ইয়ার হোসেন, ওলি মোল্লা, ফয়সাল মোল্লা, আমিনুল শেখ, মেহেদী হাসান মোল্লা, হেমায়েত মোল্লা, সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী,সহ সকল এলাকাবাসী প্রমুখ।
খেলা শেষে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে, দুটি দলকে পুরস্কার তুলে দেন।
আয়োজনে: ছিলেন শাখারপাড় এলাকাবাসী ও প্রবাসী।
Leave a Reply