
মোঃ আব্দুল আজিজ ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল এলাকায় সরকারি রেকর্ডীয় রাস্তা প্রভাবশালী কর্তৃক অবৈধ ভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছ। শিপেরতল এলাকাবাসী সরকারি রেকর্ডীয় রাস্তাটি উদ্ধার করে জনস্বার্থে দ্রুত চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
খোজখবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর শিপেরতল এলাকায় বরাদ্দকৃত রাস্তার খাস জমি ব্যবহার করে প্রভাবশালী কর্তৃক ঘর নির্মাণ করা হয়েছে। জনস্বার্থে সরকারি রেকর্ডীয় রাস্তাটি উদ্ধারের জন্য উত্তর কুমরপুর এলাকার মৃত এলাহী শেখের পুত্র আজিজার রহমান সহকারি কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন করেন।
উক্ত আবেদনের প্রেক্ষিতে ভোগডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সরেজমিন তদন্ত করে সহকারী কমিশনার ভূমি কুড়িগ্রাম সদর বরাবর একটি তদন্ত প্রতিবেদন গত ১৬ নভেম্বর’ ২০২৫ইং স্বাক্ষরিত স্মারক নং- ১১২ মূলে দাখিল করেন। 
Leave a Reply