
আব্দুল আজিজ ইসলাম সাগর,
স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ESDO-ECE প্রকল্পের উদ্যোগে মা সমাবেশ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মেহের আলী।
সভায় নারী ৯০ জন ও পুরুষ ৬৩ জনসহ মোট ১৫৩ জন অভিভাবক উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রধান শিক্ষক মোঃ মেহের আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সভার কার্যক্রম উদ্বোধন করেন। তিনি রেমিডিয়ান ওয়ার্কবুকের গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, এই বইটি শিক্ষার্থীদের দুর্বলতা দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি ESDO-ECE প্রকল্পকে এমন সুন্দর ও সাবলীলভাবে রেমিডিয়ান বই সরবরাহ করার জন্য ধন্যবাদ জানান। উপস্থিত অভিভাবকরাও এ বিষয়ে একমত পোষণ করেন।
সভায় দুর্বল ও অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে দ্বিতীয় আলোচনায় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সারোয়ার হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো এবং পড়ালেখার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শারমিন আক্তার।
এছাড়াও সভায় বাংলাদেশের শিশু নির্যাতনের প্রেক্ষাপট ও তা প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা, বাল্যবিবাহ প্রতিরোধের করণীয়, মানব পাচার রোধে সচেতনতা এবং নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave a Reply