
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার,
সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেএী বেগম খালেদা জিয়া আজ ৩০ শে ডিসেম্বর (রোজ মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
দীর্ঘ চার দশকের ও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধীকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি ছিলেন আপোষহীন এক নেতৃত্বের প্রতীক।তার জীবন ছিল সাহস, ত্যাগ ও অবিচলতার উজ্জ্বল দৃষ্টান্ত।
গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাকে একাধিক বার কারাগারে যেতে হয়েছে। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থতা নিয়ে ও রাজপথ রাজনীতিতে অবিচল থেকেছেন।
২৩ নভেম্বর ২০২৫ তারিখে তিনি গুরুতর অসুস্থ হয়েরাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬ টায় ইন্তেকাল করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে সর্বস্তরের মানুষ তার অবদান স্মরণ করেছে গভীর শ্রদ্ধা ও ভালবাসায়।আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, দলীয় নেতা কর্মী,ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। আমিন।
Leave a Reply