

মোঃ মিজানুর রহমান(নন্দন) মোহনগন্জ ( নেত্রকোনা) প্রতিনিধিঃ
ঢাকা- মোহনগন্জ রোডে চলন্ত আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি টেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এঘটনা ঘটে গত বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া দুই ঘটিকায় ময়মনসিংহ স্টেশনের অদুরে কেওয়াটখালী নামক স্হানে।
পুলিশ ও ভুক্তভোগী যাত্রীদের থেকে জানা যায় বুধবার দিবাগত রাত অনুমান সোয়া দুই ঘটিকার সময় আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগন্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। ময়মনসিংহ স্টেশনের অদুরে কেওয়াটখালী নামক স্হানে পৌঁছলে দুই ডাকাত দেশীয় দাঁড়ালো অস্ত্র যাত্রীদের গলায় টেকিয়ে টাকা ও মোবাইল ডাকাতি শুরু করে। এ সময় যাত্রীদের আর্তনাদ ও চিৎকারে পাশের বগীতে থাকা রেলওয়ে নিরাপত্তা পুলিশ এসে যাত্রীদের সহায়তায় দুই ডাকাতকে মালামালসহ হাতেনাতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি ছুরি ,নগদ ৪ হাজার ১০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করে।
পরে ভোর রাতে ট্রেনটি মোহনগন্জ রেল স্টেশনে পৌঁছলে দুই ডাকাতকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
ডাকাত দুজন হল ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মেহেদী হাসান তানভীর(১৮)।
ডাকাতির স্বীকার যাত্রীরা নেত্রকোনা জেলার বারহাট্টা, মোহনগন্জ ও খালিয়াজুরী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
মোহনগন্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন এ তথ্যনিশ্চিত করে জানান আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা ও মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply