
আসিফ মাতুব্বর, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ধুরাইল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য ছিল রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মিঠাপুর সততা বয়েজ ক্লাব ও মিয়ার চার একাদশ। খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে একটি করে গোল করে। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এরপর ম্যাচের ফল নির্ধারণের জন্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মিঠাপুর সততা বয়েজ ক্লাব দারুণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষ মিয়ার চার একাদশকে পরাজিত করে নাটকীয় জয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয়।
এই ফুটবল টুর্নামেন্টের সৌজন্যে ছিল মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্ক। টুর্নামেন্ট পরিচালনায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব সাহেব আলী মিয়া। ফাইনাল ম্যাচটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন রেফারি তুহিন মাহমুদ ও ইলিয়াস মাতুব্বর, যারা পুরো ম্যাচজুড়ে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
সংশ্লিষ্ট আয়োজক ও অতিথিরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি এলাকার তরুণ প্রতিভা বিকাশে সহায়ক হচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মাঠ মুখরিত হয়ে ওঠে। অপরদিকে পরাজিত দল সম্মানজনকভাবে মাঠ ত্যাগ করে দর্শকদের করতালিতে বিদায় নেয়। আনন্দ, আবেগ ও উত্তেজনার মধ্য দিয়েই শেষ হয় ধুরাইল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর এই ফাইনাল ম্যাচ।
স্থানীয় ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
Leave a Reply