

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে অনলাইন পত্রিকা দৈনিক প্রান্তিক জনপদ’র এর সাংবাদিক আব্দুল হক’কে টার্গেট করে তার বাড়িতে নৃশংস হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সাংবাদিক উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা ও মো.চেরাগ আলী’র পুত্র।
গত ২৭ নভেম্বর (সোমবার) ২০২৫ বিকাল সাড়ে ৫ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জেরে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ তার অনুসারীদের পাঠিয়ে সাংবাদিক আব্দুল হক’র গ্রামের বাড়ি সোনাপুরে হামলা চালায়। এসময়
সাংবাদিক আব্দুল হক বাড়িতে উপস্থিত না থাকায় হামলাকারীরা তার বাবা চেরাগ আলীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আব্দুল হক’র পিতা চেরাগ আলী জানান, পূর্বের সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান ক’দিন পর পর তাদেরকে নানান বিষয়ে হুমকি দেয়। চাঁদা দাবি করে। চেয়ারম্যানের ভয়ে সাংবাদিক আব্দুল হক বাড়ি ছেড়ে দীর্ঘদিন যাবত এলাকার বাহিরে প্রবাসে থাকলেও চেয়রাম্যান এই সুযোগে অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে চায়। কিন্তু তাদের অসৎ এসব স্বার্থ হাসিল করতে না পারায় ক’দিন পর পর নানান ই্যসু নিয়ে ঝামেলা করে এই সাংবাদিকের পরিবারের সাথে।
তিনি আরো জানান,
হামলার সময় চেয়ারম্যানের লোকজন প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে.“ তাদের কথা মতো রাজি হতে। না হয় এর পরিনাম তার পরিবারের ভোগতে হবে। যখনই আবদুল হককে যেখানেই পাওয়া যাবে, জবাই করে হত্যা করা হবে।”
এ ঘটনায় পরদিন ২৮ নভেম্বর ২০২৫ সাংবাদিক আব্দুল হকের মা হাজেরা বেগম পরিবারের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইউপি চেয়ারম্যানের এমন অত্যাচারে
বর্তমানে সাংবাদিক আব্দুল হক ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অসহায় মা হাজেরা বেগম প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।
Leave a Reply