
বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে রাজৈর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক “শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার” হিসেবে নির্বাচিত হওয়ায় রাজৈরের শিক্ষাঙ্গনে বইছে আনন্দ ও গর্বের জোয়ার।
এই সম্মাননা কোনো একক ব্যক্তির অর্জন নয়; এটি রাজৈর উপজেলার সমগ্র শিক্ষা পরিবারের স্বপ্ন, সাধনা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। সততা, মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান আজ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে।
শিক্ষকবান্ধব প্রশাসন, শিক্ষার্থীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং নিয়মিত তদারকির মাধ্যমে তিনি রাজৈরের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও ইতিবাচক পরিবর্তন এনেছেন।
বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার বাস্তব চিত্র দেখা, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ—এসবই তাঁকে একজন ব্যতিক্রমী শিক্ষা প্রশাসকে পরিণত করেছে।
এই গৌরবময় অর্জনে আনন্দিত রাজৈরের শিক্ষকসমাজ। তাঁরা মনে করেন, এই সাফল্য রাজৈর উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও আলোকিত করবে।
রাজৈর উপজেলার সকল শিক্ষক ও শুভানুধ্যায়ীরা একযোগে তাঁদের পক্ষ থেকে মোঃ ফজলুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষা ক্ষেত্রে আরও বৃহৎ সাফল্য কামনা করেছেন।
Leave a Reply